ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে হামলা
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি – ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপরে হামলা খবর পাওয়া গেছে। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। এমনকি বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ। ভাঙুচুর করা হয়েছে নিশীথের গাড়ি। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন নিশীথ।
শনিবার কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে বিজেপি কর্মীর সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল নিশীথ প্রামাণিকের। সেখানেই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আগে থেকে সেই এলাকায় জড়ো হয়ে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখান। সেই সময় শুরু হয় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। তখনই নিশীথের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ছোড়া হয় পাথর। ভেঙে গিয়েছে তার গাড়ির কাচ। বোমাবাজি, এমনকি গুলি করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিজেপি।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্য়াস ছোড়ে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক। তার কথায়, এই রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে গণতন্ত্র ভেঙে পড়বে। বোমা, পাথর যারা ছুড়ছে তাদের বাঁচাচ্ছে পুলিশ।
এদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপি কর্মীরা।
এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক? সেই গাড়িতে কারা ছিল? পূর্ব পরিকল্পনা করে হামলার জন্যই গাড়িতে দুষ্কৃতীদের নিয়ে যাওয়া হচ্ছিল।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৩