জাতীয়

২৪ সালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

আখাউড়া, ২৫ ফেব্রুয়ারি – বর্তমান সরকার রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চায় জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আগামী ২০২৪ সালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে তার নিজ নির্বাচনী এলাকায় আখাউড়া রেলওয়ে স্টেশনে এক অনির্ধারিত পথ সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি যখন ১৯৭৫ সালে ক্ষমতায় এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করেছে। হত্যার পর মিথ্যাচারের রাজনীতি; এটাই তাদের আদর্শ। এর ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে ক্ষমতা দখল করার পর তারা বাংলার জনগণের ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগকেও বাদ দেয়নি।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই তিনি আল্লাহর রহমতে বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এসব কিছু বিএনপির আদর্শে লেখা। তারা এছাড়া অন্য কিছু করতে পারে না।’

আনিসুল হক বলেন, বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয়, রাজনীতিতে শান্তিও দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমুখ।

পরে মন্ত্রী কসবা উপজেলার জমশের পুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আখাউড়া ত্যাগ করেন।

সূত্র: সময় টিভি
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button