দক্ষিণ এশিয়া

সড়ক দুর্ঘটনায় ভারতে নিহত ১৪

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি – ভারতের মধ্যপ্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার প্রেদশটির সাতনা জেলায় এই ঘটনা ঘটে। ধর্মীয় অনুষ্ঠান ‘কোল মহাকুম্ভ’ শেষে কয়েকটি বাসে ফিরছিলেন তারা। এসময় মোহানিয়া টানেলের কাছে যাত্রা বিরতি দিলে পেছন থেকে ৩টি বাসে ধাক্কা মারে একটি ট্রাক।

পুলিশ জানায়, ট্রাকটির টায়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এক টুইট বার্তায় এ ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্র: সমকাল
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button