ঢালিউড

দুই স্বীকৃতি পেলেন শাকিব

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বর্তমান সময়টা ভার্চুয়াল। আর এই ভার্চুয়াল জগতে বিনোদনের বড় মাধ্যম ইউটিউব। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি তারকাদের অনেকেই এই প্ল্যাটফর্মে নিজেদের চ্যানেল খুলেছেন। এর মধ্যে কেউ কেউ স্বীকৃতিও পেয়েছেন। তাদেরই একজন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করে শাকিব জানান, ইউটিউব থেকে একটি গোল্ডেন প্লে বাটন ও একটি সিলভার প্লে বাটন পেয়েছেন তিনি।

নিয়ম অনুযায়ী, এক লাখ সাবস্ক্রাইবারের জন্য সিলভার প্লে বাটন ও ১০ লাখ বা এক মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়।

নিজের নামে খোলা ‘শাকিব খান’ ইউটিউব চ্যানেলে তার অভিনীত সিনেমার খবর ও শুটিংয়ের মজার বিহাইন্ড দ্য সিন প্রকাশ করতেন তিনি। চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছোঁয়ায় সিলভার প্লে বাটনের স্বীকৃতি পেয়েছে। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ৭ হাজারের বেশি।

অন্যদিকে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার প্রায় ১১ লাখ। বছর দেড়েক আগেই চ্যানেলটি এক মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য গোল্ডেন প্লে বাটন পেয়েছে। তবে এতদিন নায়ক তা প্রকাশ করেননি। এই চ্যানেলটিতে এসকে ফিল্মস প্রযোজিত সিনেমার ট্রেলার, গান ও বিভিন্ন ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়।

আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button