বলিউড

শাহরুখের গায়ে হাত তুলেছিলেন সরোজ খান! কী এমন করেছিলেন বাদশাহ?

মুম্বাই, ২৪ ফেব্রুয়ারি – বলিউড বাদশা শাহরুখ খান। চার বছর পর পর্দায় ফিরে বাজিমাত করেছেন তিনি। প্রথমবারের মতো তার কোনো সিনেমা হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। সাফল্যের জোয়ারে ভাসতে ভাসতেই শুটিং সেটে কোরিওগ্রাফার সরোজ খানের হাতে ‘চড়’ খাওয়ার গল্প শোনালেন কিং খান।

সে অনেক আগের কথা। তখন শাহরুখের হাতে প্রচুর সিনেমার কাজ। প্রতিদিন তিন শিফটে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। ধৈর্য হারিয়ে শুটিং সেটেই বলেছিলেন, এত কাজ আর ভালো লাগে না।

শাহরুখের মুখে এমন কথা শুনে রেগে যান প্রয়াত কোরিওগ্রাফার সরোজ। তিনি শাহরুখের মাথায় চড় দিয়ে বলেন, ‘একটা কথা সবসময় মনে রাখবে, শিল্পীরা কখনও এমন অভিযোগ করে না যে কাজ বেশি হয়ে গেছে। যখন কাজ থাকবে না, তখন মন খারাপ হবে। সবকিছুর অভিযোগ করলেও কাজ নিয়ে অভিযোগ করো না। আমি যতটুকু পারি, মনোযোগ দিয়ে আনন্দের সঙ্গে করি।’

সরোজের মুখে কথাগুলো শুনে অনুপ্রাণিত হন শাহরুখ। এরপর থেকে তিনি আর কখনও অতিরিক্ত কাজের অভিযোগ করেননি।

আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button