জাতীয়

গবেষণার মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে

চাঁদপুর, ২৪ ফেব্রুয়ারি – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে গবেষণার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আগে যে জমিতে এক ফসল হতো এখন সে জমিতে তিন ফসল হচ্ছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলায় শাহতলী প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সবারই উচিত পরিবেশের প্রতি যত্ন নেওয়া। তাই পরিবেশবান্ধব ব্লকের মাধ্যমে ভবন নির্মাণ হলে আমাদের কৃষি জমি নষ্ট হবে না। একটি কংক্রিট ব্লকের সমান পাঁচটা সাধারণ ইট। এ ছাড়া কংক্রিট ব্লকের দাম সাধারণ ইটের তুলনায় অনেক কম। কংক্রিট ব্লক দিয়ে নির্মাণ করা ভবনে আস্তর করা প্রয়োজন হয় না। তাই খরচও কম হয়। তাই সব দিক থেকেই এটা পরিবেশবান্ধব।

শাহতলী প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button