সিলেট

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

সিলেট, ২৪ ফেব্রুয়ারি – ট্রেনের চাকা লাইনচ্যুতির ঘটনায় পৌনে ৪ ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটলেও রাত আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে তেলের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনকে টেনে তুলে। এরপর রাত আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেল স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া খালি তেল ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে ট্রেনের সামনের বগিগুলো বিচ্ছিন্ন করে মাইজগাঁওয়ে নেওয়া হয়।

পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন টেনে তুলে। রাত আড়াইটার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button