পশ্চিমবঙ্গ

বিবিসির মোদি তথ্য়চিত্র দেখানোর চেষ্টা পড়ুয়াদের, আটকে দিল পুলিশ

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির নির্মিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ এবার কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের চেষ্টা করেছিল একটি ছাত্র সংগঠন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শান্তিনিকেতনের রতনপল্লীতে ওই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তবে সেখান থেকে পুলিশ তাদের হটিয়ে দেয়। পুলিশি বাধার মুখে তথ্যচিত্রটি শেষ পর্যন্ত প্রদর্শন করতে পারেনি তারা।

বিশ্ববিদ্যালয়ে যখন এমন আয়োজন চলছিল তখন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দু’দিনের সফরে বিশ্বভারতীতে অবস্থান করছিলেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীসহ বিশিষ্টদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

দুই কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যপালের শান্তিনিকেতন সফরের মধ্যেই বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গুজরাটের দাঙ্গা সংক্রান্ত ওই তথ্যচিত্রটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছিল। ওদিকে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তথ্যচিত্রটি প্রদর্শন না করার জন্য ওই সংগঠনের নেতাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে জানা গেছে। কিন্তু সংগঠনটিও নিজদের সিদ্ধান্তে অনড় ছিল। শেষ পর্যন্ত পুলিশ বাহিনী ও বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী মোতায়েন করে ওই তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়।

বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সদস্য শুভ নাথ বলেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ দেখাব। কিন্তু পুলিশ তথ্যচিত্রটি দেখাতে দিল না৷

তিনি দাবি করে, তথ্যচিত্রটি যাতে না দেখাই সেজন্য প্রথমে তারা নানাভাবে চাপ সৃষ্টি করেছিল। তাতেও কাজ না হওয়ায় পুলিশ মোতায়েন করে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও আমাদের প্রদর্শনের জিনিসপত্র আনতে দেয়নি৷

তথ্যচিত্রটি প্রদর্শন করলে ‘সত্য সামনে চলে আসবে’ দাবি করে ওই ছাত্রনেতা বলেছেন, সত্য সামনে চলে আসার ভয়েই প্রশাসনের এত মাথা ব্যথা। তবে আমরাও হাল ছাড়ব না। পরবর্তীতে আবার দিন ঠিক করে তথ্যচিত্রটি দেখানোর ব্যবস্তা করা হবে।

সূত্র: সমকাল
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button