ইউরোপ

বিবিসির পক্ষে দৃঢ় সমর্থন জানাল যুক্তরাজ্যের পার্লামেন্ট

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি – বিবিসি ও প্রতিষ্ঠানটির সম্পাদকীয় নীতির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে যুক্তরাজ্যের সরকার। গত সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে ভারতের আয়কর কর্মকর্তারা টানা তিন দিন তল্লাশি চালানোর পর যুক্তরাজ্য সরকার তাদের এ সমর্থনের কথা জানাল। খবর এনডিটিভির।

গত সপ্তাহে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। টানা ৬০ ঘণ্টার সাঁড়াশি অভিযানের পর প্রতিষ্ঠানটির আয় ও মুনাফার হিসাবে গড়মিলের অভিযোগ আনা হয়। চালানো তল্লাশিকে ‘সমীক্ষা’ উল্লেখ করলেও বিষয়টি নিয়ে দেশজুড়ে চলে নিন্দা ও সমালোচনার ঝড়।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) হাউস অব কমন্সে জরুরি এক প্রশ্নের জবাবে ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী ডেভিড রুটলি বলেন, একটি ‘চলমান তদন্তের’ বিষয়ে ভারতের আয়কর বিভাগের কর্মকর্তাদের অভিযোগ প্রসঙ্গে সরকার কোনো মন্তব্য করতে পারছে না। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রের’ জন্য গণমাধ্যম ও বাকস্বাধীনতা অত্যন্ত জরুরি।

রুটলি আরও বলেন, বিবিসি একটি স্বাধীন প্রতিষ্ঠান। সংবাদমাধ্যমটি বিরোধী দল এমনকি সুনাক প্রশাসনেরও সমালোচনা করে। প্রতিষ্ঠানটির এই স্বাধীনতাকে যুক্তরাজ্য সম্মান জানায় বলে মন্তব্য করেন তিনি। বিশ্বব্যাপী ব্রিটেনের বন্ধু রাষ্ট্রগুলোরও বিবিসির স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব দেয়া উচিত বলে জানান রুটলি।

 

তল্লাশি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রুটলি ভারত সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান। যুক্তরাজ্য বিবিসি ইস্যুতে যেকোন পদক্ষেপের বিষয়ে নজর রাখছে বলে জানান তিনি।

সূত্র: সময় টিভি
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button