ইউরোপ

ভবিষ্যৎ আমাদেরই হবে

মস্কো, ২৪ ফেব্রুয়ারি – এক বছর অতিক্রম করল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের বর্ষপূর্তির ঠিক আগেই পরমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খবর তাস নিউজের।

তিনি জানান, পারমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর জন্য আরও ব্যয়বরাদ্দ করতে চলেছে তার প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরই সে দেশের সঙ্গে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ সম্পর্কিত ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, রাশিয়া সত্যের পক্ষে এবং ভবিষ্যত রাশিয়ার পক্ষে। আমি আমার পেছনে একদল তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। পরশু যখন আমি ফেডারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়েছিলাম, তখন আমার চূড়ান্ত মন্তব্য ছিল যে, সত্য আমাদেরই পক্ষে। কিন্তু সেই ছেলেদের দিকে তাকিয়ে আমি এবার যোগ করতে চাই, কোনো সন্দেহ ছাড়াই ভবিষ্যতও আমাদের পক্ষে।

পুতিন বলেন, যারা জাতিকে রক্ষা করে তাদের যত্ন নেওয়া রাষ্ট্রের একটি পবিত্র দায়িত্ব।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button