ঢাকা পৌঁছেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস. সাজ্জান।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন হারজিত।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে হারজিতের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, তার এ সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও রোহিঙ্গা সমস্যা নিরসনে কানাডার সক্রিয়তাসহ দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
হারজিতের সফরসূচি সম্পর্কে সেহেলী বলেন, সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। সরকারি ও বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা ও কক্সবাজারে মতবিনিময় করবেন।
এছাড়া কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩