অনুলিপি দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়-আইজিপিকে
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – দেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ থেকে পাঠানো বোমা হামলার হুমকি দিয়ে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর।
মূল চিঠিটি পাঠানো হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলা করা হবে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি চিঠি দিয়েছে। এ রকম একটি চিঠির খবর বৃহস্পতিবার জিডির মাধ্যমে জানতে পেরেছি। চিঠিটি হাতে লেখা। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির স্বাক্ষর করা চিঠিটি বাংলা একাডেমির মহাপরিচালককে পাঠানো হয়েছে। চিঠিটির বিষয় নিয়ে তদন্ত চলছে।
চিঠি পাঠানো ব্যক্তি মাওলানা মো. সাইফুল ইসলাম আনসার আল ইসলাম ও জেএমবি সদস্য। চিঠির শেষে উল্লেখ রয়েছে অনুলিপি হিসেবে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে পাঠানো হয়েছে।
সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় মাওলানা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩