বলিউড
আজান শুনেই মাথা নুইয়ে গান থামালেন শেহনাজ, মঞ্চে স্তব্ধতা
মুম্বাই, ২৩ ফেব্রুয়ারি – হিন্দু হলেও সব ধর্মকে সম্মান করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী শেহনাজ গিল। মুসলিমদের প্রার্থনায় বিঘ্ন না ঘটিয়ে অভিনেত্রী যা করলেন, সেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে শেহনাজের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে লাইভ গান গাইছিলেন শেহনাজ। শেহনাজ গিলের এই সংগীত পরিবেশনের সময় স্থানীয় মসজিদে আজান শুরু হয়। এ সময় গান থামিয়ে দেন শেহজান গিল। মুসলমানদের প্রার্থনায় বিঘ্ন ঘটাতে চাননি শেহনাজ। যতক্ষণ ধরে আজান হয়েছে, ততক্ষণ মাথা নিচু করে চোখ বুজে মঞ্চে দাঁড়িয়ে থাকেন।
শেহনাজের এমন পরধর্মসহিষ্ণুতার বোধ দেখে সবাই তার প্রশংসা করেছেন। অনেকেই বললেন, ‘তার থেকে শেখার আছে।’
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৩