জাতীয়

সরকার বিএনপিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে, এটা গর্বের

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বিএনপিকে প্রতিহত করার ঘোষণাটিকে বেশ বড় করে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘সরকার বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে- এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর মুক্তির দাবিতে বৃহস্পতিাবর (২৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে এমন মন্তব্য করেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘চারদিকে অভাব অনটন। সবচেয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ। তারা পেটে ক্ষুধা থাকলেও কথা বলতে পারছে না। তাই সবার হয়ে আমাদের আন্দোলন করতে হবে। এখন যেভাবে আন্দোলন করে যাচ্ছি, তা করে যেতে পারলে এই সরকারের পতন হবে।’

 

এই সরকারকে দানবীয় আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। না হলে দেশের মানুষ না খেয়ে মারা যেতে পারে।

এ সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই জেষ্ঠ্য নেতা। বলেন, ‘আমরা চাই যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিলো, সেই সংবিধানেই নির্বাচন হবে। বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার, গুম-খুনে ভয় পায় না। আঘাত করতে এলে আমরা ব্যবস্থা নেব। সঠিক নির্বাচন না দিলে ব্যবস্থা নেব। এই সরকারের অধীনে নির্বাচন হবে না।’

সূত্র: সময় টিভি
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button