জাতীয়

উড়াল দিতেই খুলে গেল বিমানের দরজা, আতঙ্কে ১৬৩ যাত্রী

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দিতেই উড়োজাহাজের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করার পর পরই বিমানের এক্সিট অ্যালার্ম (দরজা খুলে যাওয়ার সংকেত) বাজতে শুরু করে। এতে ফ্লাইটে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বিমানের কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে রানওয়েতে ফিরিয়ে নেওয়া হয়।

গতকাল বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ বলছে, বিমানের টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কলকাতা থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এজন্য ফ্লাইটটি নির্ধারিত সময় না ছেড়ে কিছুটা বিলম্বে ঢাকায় এসে পৌঁছায়। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিমানের ওই ফ্লাইটটিতে নারী ও শিশুসহ ১৬৩ যাত্রী ছিলেন। কারিগরি ত্রুটি সারিয়ে নির্ধারিত সময়ের অন্তত দুই ঘন্টা পর রাত একটার দিকে বিজি-৩৯৬ ফ্লাইটটি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তখনও বিমান যাত্রীরা আতঙ্কে কান্নাকাটি করছিলেন।
ওই ফ্লাইটে থাকা একাধিক যাত্রী জানিয়েছেন, উড়োজাহাজটি আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ পর বের হওয়ার দরজা খোলা থাকার বিষয়টি নজরে আসে। তখন এক্সিট অ্যার্লামও বাজছিল। ওই সময় সবার ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন।

যাত্রীরা জানান, এক পর্যায়ে ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়। এতে যাত্রীদের আতঙ্ক আরও বেড়ে যায়।

এ ব্যপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার সমকালকে বলেন, দরজা খোলা কোনো ঘটনাই ঘটেনি। কলকাতা থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে টেকনিক্যাল সমস্যা ছিল। এ কারণে ফ্লাইটটি বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

সূত্র: সমকাল
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button