একদিনে ৭৯০ রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের
কিয়েভ, ২৩ ফেব্রুয়ারি – একদিন পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হবে। বর্ষপূর্তিকে ঘিরে নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী। তবে গেল ২৪ ঘণ্টায় ৭৯০ রুশ সৈন্য হত্যার দাবি করছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন ভূখণ্ডে ৭৯০ রুশ সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছাল এক লাখ ৪৫ হাজার ৮৫০ জনে।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বলছে, কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত, আভদিভকা এবং শাখতারস্ক এলাকায় প্রায় ৯০ রুশ হামলা প্রতিহত করা হয়েছে।
এক বছর ধরে চলা এই যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাশিয়ার ১ লাখ ৪৫ হাজার ৮৫০ সেনা নিহত হয়েছেন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিকে সামনে রেখে বিশ্ব বিবেকের প্রতি অপমান বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মহাসচিব বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এই পরিস্থিতি অন্যান্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ ফেব্রুয়ারি ২০২৩