ইউরোপ

ফ্রান্সে শ্রেণিকক্ষে ছাত্রের ছুরিকাঘাতে শিক্ষক নিহত

প্যারিস, ২২ ফেব্রুয়ারি – ফ্রান্সের সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজ শহরে একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে পঞ্চাশোর্ধ্ব নারী শিক্ষক নিহত হয়েছেন। খবর: এএফপি’র।

আজ বুধবার সকালে শ্রেণিকক্ষে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় ক্লাসে পাঠদান করছিলেন স্প্যানিশ ওই শিক্ষক। এমন সময় শিক্ষার্থী ছুরি নিয়ে প্রবেশ করে হামলা চালায়, জরুরি বিভাগের কর্মীরা আসার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শিক্ষক।

হামলাকারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

ফরাসি শিক্ষামন্ত্রী সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজের রওনা দিয়ে পথে রয়েছেন বলে জানায় বিবিসি।

সূত্র: সমকাল
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button