দক্ষিণ এশিয়া

নেপালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

কাঠমান্ডু, ২২ ফেব্রুয়ারি – বুধবার বিকেলে নেপালের পশ্চিমাঞ্চলে ৫ দশমকি ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

নেপাল ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিনিটে আঘাত হানে এবং এটি কাঠমান্ডু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বাজুরা জেলায় রেকর্ড করা হয়েছিল।

তবে ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত ২৪ জানুয়ারি বাজুরায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে একজন নিহত হন।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button