প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযুদ্ধকালীন ১১২ ডকুমেন্ট হস্তান্তর
ঢাকা, ২২ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তিযুদ্ধের ১১২টি ডকুমেন্ট দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক মো. হামিদুল হকের মাতা হাসনা বানু। এ সময় প্রধানমন্ত্রীকে নিজের প্রামাণিক গ্রন্থ ‘বৈভবে একাত্তর’ হস্তান্তর করেন হামিদুল হক।
আজ বুধবার পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী ডকুমেন্টগুলো গ্রহণ করেছেন। এ সময় তিনি ডকুমেন্টগুলো জাতির জনক শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ডকুমেন্ট হস্তান্তর অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. জাকেরুল আবেদীন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের সদস্য অধ্যাপক হামিদুল হকের পিতা মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল হোসেন এ সব ডকুমেন্ট সংরক্ষণ করেছিলেন। জাতির জনক শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধের ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩