দক্ষিণ এশিয়া

৫ হাজার কোটি ডলারের নিচে নামল আদানির সম্পদ

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি – ভারতীয় ধনকুবের গৌতম আদানির সম্পদ ৫ হাজার কোটি ডলারের নিচে নামল। পুঁজিবাজারে কোম্পানির বাজার মূল্য হ্রাসে ব্যক্তিগত সম্পদের পরিমাণও কমেছে আদানি গ্রুপের এ কর্ণধারের। খবর দ্য ন্যাশনাল।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকে দেখা গেছে, বর্তমানে আদানির নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬১০ কোটি ডলার। মঙ্গলবার ২৯৮ কোটি ডলার সম্পদ হ্রাসের ফলে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন আদানির অবস্থান ২৭। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় এ ধনকুবেরের সম্পদ ছিল যেখানে ১৫ হাজার কোটি ডলার। কয়েক মাসের জন্য শীর্ষ তিনে জায়গা ছিল আদানির।

গত ২৪ জানুয়ারি হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর ৬০ বছর বয়সী এ ধনকুবেরের সম্পদ কমেছে ৭ হাজার ৪৫০ কোটি ডলার। এছাড়া আদানি গ্রুপের বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৮০০ কোটি ডলার।

২০২২ সালে সম্পদ বৃদ্ধির দিক থেকে উপরের দিকে ছিলেন আদানি। এক বছরেই তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে ৪ হাজার ২২০ কোটি ডলার। এর মাধ্যমে গত বছর বিল গেটস ও ওয়ারেন বাফেটের মত ধনকুবেরকেও পেছনে ফেলে দেন। ১১ হাজার ৯০০ কোটি ডলার সম্পদ এবং শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থান নিয়ে ২০২২ শেষ করেছিলেন আদানি। কিন্তু হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের ধাক্কায় ৫ হাজার কোটি ডলারের নিচে নেমে আসল তার সম্পদ।

সূত্র: বণিক বার্তা
এম ইউ/২২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button