আফ্রিকা

মালিতে বোমা বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত

বামাকো, ২২ ফেব্রুয়ারি – আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে অন্তত তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ শান্তিরক্ষী। মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে দেয়া এক বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে। রয়টার্স

পৃথক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইনে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১২ সাল থেকে সাহেল অঞ্চলজুড়ে বিদ্রোহীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ওই অঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে বলেও জানা যায়।

২০১৩ সালে দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয়। এ মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ২৮১ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, যা দেশটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পরিণত করেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button