এশিয়া

পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাবেন সি চিন পিং

বেইজিং, ২২ ফেব্রুয়ারি -রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কয়েক মাসের মধ্যে রাশিয়ায় যেতে পারেন শি জিনপিং। ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় আলোচনার অংশ হিসেবে এ সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়েও শি জিনপিং পুতিনের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করা হয়েছে। খবর- আল-জাজিরা ও রয়টার্স।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যে শি জিনপিংয়ের রাশিয়া সফরের বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। সফরের সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলে কিংবা মে মাসের শুরুর দিকে শি জিনপিং রাশিয়ায় যেতে পারেন।

সূত্র: সমকাল
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button