কক্সবাজার

আশ্রয় শিবিরে মিলল রোহিঙ্গা যুবকের মরদেহ

কক্সবাজার, ২১ ফেব্রুয়ারি – কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবির থেকে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে বা শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ এ তথ্য জানান।

নিহত মোহাম্মদ ইলিয়াছ (২৮) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মামুন রশিদের ছেলে। ইলিয়াছের দুই স্ত্রী ও সন্তান রয়েছে।

ছৈয়দ হারুনুর রশিদ জানান, ‘ঘরের মেঝে থেকে ইলিয়াছের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘরটিতে লোকজন ছিল না। নিহতের গলায় রশি জাতীয় কিছু একটার আঘাতের চিহ্ন রয়েছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button