ইউরোপ

কিয়েভ সফরে বাইডেনকে নিরাপত্তা গ্যারান্টি দিয়েছিল রাশিয়া

কিয়েভ, ২১ ফেব্রুয়ারি – গত বছর রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সোমবার প্রথমবারের মতো একটি অঘোষিত সফরে ইউক্রেনে রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই সফরের আগে তার নিরাপত্তা গ্যারান্টি দেয়া হয়েছিল বলে দাবি করেছেন রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস।

সোমবার তার টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ লিখেছেন, বাইডেন রাশিয়ার পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে অবশেষে কিয়েভে গিয়েছিলেন। তবে তিনি অবশ্য মার্কিন প্রেসিডেন্টকে কে গ্যারান্টি দিয়েছেন তা উল্লেখ করেননি মেদভেদেভ।

এদিকে বাইডেনের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভে বর্তমানে নিরাপত্তাজনিত লকডাউন জারি করা হয়। বন্ধ রাখা হয় গাড়ি চলাচল। এমনকি কিছু কিছু নির্দিষ্ট রাস্তা পথচারীদের জন্যও বন্ধ ছিল। অন্যদিকে কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজেছে। তবে সেখানে রাশিয়ার কোনও ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা চলেনি।

এরআগে সোমবার বাইডেনের এই সফরের কয়েক ঘণ্টা আগে মস্কোর সাথে যোগাযোগ করা হয়েছিল এবং সফরের বিষয়টি রাশিয়াকে জানিয়েছিল ওয়াশিংটন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ তথ্য জানিয়েছেন।

সুলিভান বলেন, আমরা কয়েক ঘণ্টা আগে সফরের বিষয়টি রাশিয়াকে জানিয়েছিলাম, যেন কোনো সংঘাতের মধ্যে না পড়তে হয়। তবে রাশিয়ার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া জানানো হয়েছিল তা তিনি উল্লেখ করেননি।

উল্লেখ্য, চারদিন পরই ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হবে। এমন সময়েই সোমবার নাটকীয়ভাবে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেনে পা রাখলেন বাইডেন। ইতোমধ্যে কিয়েভের প্রেসিডেন্ট প্রাসাদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সাথে দেখা করেছেন বাইডেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি কয়েক মাস আগে কিয়েভ সফরের জন্য বাইডেনকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে মার্কিন নেতার পক্ষে পরিস্থিতি কাছাকাছি দেখা গুরুত্বপূর্ণ। সেই আমন্ত্রণেই বাইডেনের এই সফর, তবে তার নিরাপত্তাজনিত কারণে এই সফরের কথা আগে ঘোষণা করা হয়নি ৷

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মূলত ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল জো বাইডেনের। তার আগে এদিন সকালে আচমকা কিয়েভে যান মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ইউক্রেন সফরে বাইডেন দেশটির জন্য ৫০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডোমির জেলেনস্কির সাথে যৌথ ব্রিফিংয়ে বাইডেন বলেন, আমরা ইউক্রেনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করব। এতে জ্যাভেলিন, হাউইটজার, হিমার্স এবং আর্টিলারি গোলাবারুদ থাকবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button