জাতীয়
ঘন কুয়াশায় ঢাকার ২ ফ্লাইট নামল সিলেট বিমানবন্দরে
সিলেট, ২১ ফেব্রুয়ারি – ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ না করতে পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও শারজাহ থেকে আগত দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করে। দুইটি ফ্লাইটেই যাত্রী ছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৩