জাতীয়

ভাষা শহীদদের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় আজিমপুর কবরস্থানে গিয়ে তারা এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতারা মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন জাতীয় নেতা ও কর্মীরা।

সূত্র: সময় টিভি
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button