বলিউড

শাহরুখ খানের ক’টি গাড়ি? সেগুলি আদৌ কি বিলাসবহুল? আসল কথা জানালেন নায়ক নিজেই

মুম্বাই, ২১ ফেব্রুয়ারি – ‘পাঠান’ আবহে এখন শীর্ষে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিজের অনেক কথা ভাগ করে নেন শাহরুখ খান।

‘পাঠান’ মুক্তির পঞ্চম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও বিস্ফোরক তথ্য দিয়েছিলেন নায়ক। অতিমারির মন্দার বাজারে তিনি নাকি পেশাবদলের কথাও ভাবছিলেন! পিৎজ়া বানানো শিখছিলেন শাহরুখ।

সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী প্রসঙ্গ তোলেন গাড়ির। শাহরুখকে জিজ্ঞাসা করেন, ‘কোন গাড়িটা আপনার সবচেয়ে পছন্দ? যেটা হয়তো কোনো দিন বেঁচতে পারবেন না?’

এর জবাবে অবাক করেন অভিনেতা। লিখলেন, ‘ধুর! আমার তেমন কোনো বিলাসবহুল গাড়িই নেই! অবশ্যই একটা হুন্দাই আছে… সেটা ভালো দেখতে। সামাজিক মাধ্যমে বা মিডিয়ায় আমার বিলাসবহুল গাড়ি নিয়ে যে সব প্রতিবেদন লেখা হয়, সেগুলো ভিত্তিহীন।’

প্রচারে না এলেও অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে কথোপকথন চালিয়েছেন শাহরুখ। যে কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন ধৈর্য ধরে। তার জবাবে টের পাওয়া গিয়েছে বুদ্ধিমত্তার ছাপ। কখনও রেগে যাননি অপ্রিয় প্রশ্নের মুখেও। তবে গাড়ি নিয়ে যে তার কোনো আতিশয্য নেই, সে কথাও জানা গেল।

আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button