ক্রিকেট

বাংলাদেশে পা রাখলেন হাথুরুসিংহে

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে বাংলাদেশে এসে পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার রাত ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন তিনি। অবশ্য তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন হাথুরু।

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টিম টাইগার্সের দায়িত্বে ছিলেন লংকান এই কোচ।

জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরু। পরদিন থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে। এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন হাথুরু।

এদিকে হাথুরুর ফেরার দিনেই বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা থেকে এই পেস বোলিং কোচও ফিরছেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button