মধ্যপ্রাচ্য

তুরস্কে ফের ভূমিকম্প

আঙ্কারা, ২১ ফেব্রুয়ারি – ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর ৫ দশমিক ৮ মাত্রার আফটারশকও অনুভূত হয়।

তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে। ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাতায় প্রদেশের দেফনে জেলায়। গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে দেফনে জেলায় সরকারি উদ্ধারকাজের ধীরগতির ব্যাপক অভিযোগ উঠেছিল।

হাতায় প্রদেশের রাজধানী শহর আন্তাকিয়া ও ইস্কেন্দারুনে রাতের বেলায় ভূমিকম্পে লোকজন রাস্তায় নেমে আসে। শহর ‍দুটিতে কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। ওই ভূমিকম্পে শুধু তুরস্কেই এক লাখ ১০ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়।

সূত্র: সমকাল
এম ইউ/২১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button