বিপ্লব দেবের গাড়ি দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ ফেব্রুয়ারি – ত্রিপুরার বিধানসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে। এখনও ফল ঘোষণা বাকি। এর মধ্যেই দুর্ঘটনার মুখে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব। সোমবার সকালে হরিয়ানার পানিপথের জিটি রোডে বড় দুর্ঘটনার কবলে পড়ে সাংসদের গাড়ি। বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি। ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব এদিন সকালে সড়কপথে দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন। হরিয়ানার পানিপথের জিটি রোডের উপর তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। বরাতজোরে প্রাণে বেঁচে যান বিজেপি সাংসদ। তবে ত্রিপুরা নির্বাচনের কয়েকদিনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এটা নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বিপ্লব দেব। ২০২১ সালের ডিসেম্বরে বড়দিনের নিরাপত্তা খতিয়ে দেখতে হেঁটে এলাকা পরিদর্শন করার সময় একটি বড় গাড়ি তাঁর সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি দ্রুতগতিতে বিপ্লব দেবের সামনে চলে আসে। ফলে এদিনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল তা নিয়ে ধোঁয়াশা শুরু হয়েছে।
সূত্র: টিভি নাইন
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩