ঢাকা

গুলশানে সেই ভবনে ফায়ার সেফটি ও লাইসেন্স ছিল না

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – রাজধানীর গুলশান-২ নম্বরে আগুন লাগা ভবনটির ফায়ার সেফটি ও ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ভবন কর্তৃপক্ষ শুধু প্রথমে একটি এনওসি নিয়েছিল।

সোমবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আগুন বিভিন্ন ভাবেই লাগতে পারে। এখানে গ্যাস ও বিদ্যুতের লাইন রয়েছে। আবার একইসঙ্গে বিভিন্ন দাহ্য পদার্থও আছে। সুতরাং কোনটা থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলা যাচ্ছে না।

তিনি বলেন, তদন্তের বিষয়ে এখনো বলা যাচ্ছে না। কারণ তদন্ত চলাকালে নতুন নতুন বিষয়ও আসতে পারে। পুরো তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমরা ঘটনাস্থলে এসে ২২ জনকে উদ্ধার করি। বারবার নিষেধ করেছি কেউ যেন লাফ না দেন। কিন্তু যে দুজন মারা গেছেন তারা লাফ দেয়ার কারণেই মারা গেছেন। এটা আসলে তাদের দোষ না। পরিস্থিতির কারণে তারা হয়তো লাফ দিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button