পাঞ্জাবে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ১৪
ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারি – পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬৪ জন। রোববার রাতে পাঞ্জাবের চাকওয়াল জেলার কালার কাহার শহরের হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক ডনকে বলেন, একটি বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোর ফেরার পথে মহাসড়কে আকাবাঁকা পথের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাসটির ব্রেক-ফেল হয় এবং বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মী ও পুলিশের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান এবং অন্য দু’জন হাসপাতালে মারা যান। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। গুরুতর আহত ছয় যাত্রীকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে। দুই মাসেরও কম সময়ে পাকিস্তানে এটি চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেন ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২০ ফেব্রুয়ারি ২০২৩