গুলশানে আগুন, আরও একজনের মৃত্যু
ঢাকা, ২০ ফেব্রুয়ারি – রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সংকটাপন্ন অবস্থায় আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন শিকদার মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।
তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৮) নামের একজন মারা গেছে। ঠিকানায় তার বাসা গুলশান-২ লেখা হয়েছে।
এ নিয়ে গুলশানের আগুনের ঘটনায় দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া গেল। রাতে আনোয়ার হোসেন নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
আক্তারুজ্জামান বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে কেউ ভর্তি নেই। তবে সব মিলিয়ে ৭ জন রোগী আমাদের এখানে আসেন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। রাতে আরেকজনকে সঙ্কটাপন্ন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩