হিন্দি ছবি মুক্তির নিষেধাজ্ঞা উঠে গেল, সেন্সর পেলেই ‘পাঠান’ মুক্তি
ঢাকা, ২০ ফেব্রুয়ারি – বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ’ একাত্মতা প্রকাশ করায় তাদের মতামতকে গুরুত্ব দিয়ে হিন্দি সিনেমা আমদানির নিষেধাজ্ঞা আপাতত তুলে নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
এখন থেকে প্রথম বছর ১০টি এবং আগামী বছর ৮টি হিন্দি সিনেমা (উপমহাদেশীয় ভাষা) বাংলাদেশে মুক্তি পাবে।
তবে বাংলাদেশে দুই ঈদ ও পূজার উৎসবে চলতে পারবে না কোনো বলিউড ছবি। সেন্সরের পাশাপাশি চলচ্চিত্র সম্মিলিত পরিষদের ছাড়পত্র নিতে হবে।
সোমবার দুপুর চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতাদের সঙ্গে মিটিং করে এমন সিদ্ধান্তে সম্মতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সিনেমা হল মালিক সমিতির পক্ষে সেই মিটিংয়ে ছিলেন মিয়াঁ আলাউদ্দিন। তিনি বলেন, চলচ্চিত্রের ১৯ সংগঠন (সম্মিলিত চলচ্চিত্র পরিষদ) একমত হয়েছে যে ভারতীয় ছবি আমদানি করা যাবে। তথ্য মন্ত্রণালয়ে এই মর্মে চিঠির মাধ্যমে আবেদন করা হয়েছিল।
মন্ত্রী মহোদয় সেই আবেদন আমলে নিয়ে চলচ্চিত্রের ১৯ সংগঠনের চাওয়ায় হিন্দি ছবি আমদানির নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। সকলে একটি সিদ্ধান্ত আসায় তিনি সাধুবাদ জানিয়েছেন। শিগগির সরকারী প্রক্রিয়া মেনে মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেবে।
এদিকে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ফলে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। শোনা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের সিনেমাগুলোতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত প্রায় হাজার কোটি রূপি ব্যবসা করা ‘পাঠান’।
বাংলাদেশে সিনেমাটি আমদানি করছেন অনন্য মামুন। তিনি জানান, হিন্দি সিনেমা মুক্তির যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই পাঠান মুক্তিতে বাধা থাকার কথা নয়। তবে এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পেলে সেন্সর করিয়েই মুক্তি দেব।
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩