রাশিয়াকে অস্ত্র–গোলাবারুদ দেওয়ার কথা ভাবছে চীন
ওয়াশিংটন, ২০ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়াকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে চীন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইতোমধ্যে রাশিয়াকে ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্র দিয়েছে চীন কিন্তু নতুন তথ্য বলছে, প্রাণঘাতী অস্ত্রও দিতে পারে বেইজিং। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।
ব্লিংকেন সতর্ক করে বলেছেন, এটি সত্য হলে তাহলে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু চীন বলছে, সামরিক সরঞ্জাম দেওয়া সংক্রান্ত মস্কোর অনুরোধ ফিরিয়ে দিয়েছে বেইজিং। প্রসঙ্গত চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং এখন পর্যন্ত ইউক্রেনে রুশ হস্তক্ষেপের নিন্দা করেননি তিনি। তবে ইউক্রেন যুদ্ধে চীন নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এবং সংকট নিরসন করে শান্তির পক্ষে তারা অবস্থান নিয়েছে। এদিকে গত শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনে চীনের পরাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। এর পরই সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে উল্লিখিত মন্তব্য করেন তিনি।
ব্লিংকেন বলেন, রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার ব্যাপারে চীনা মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ব্লিংকেন আরও বলেন, এখন পর্যন্ত আমরা দেখেছি, চীনের কোম্পানি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্র সরবরাহ করেছে। কিন্তু এখন তথ্য রয়েছে, তারা (চীন) রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথাও ভাবছে। তবে এর বিস্তারিত তিনি কিছু বলেননি। কিন্তু তিনি সতর্ক করেন যে, চীন যদি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে আমাদের সম্পর্কের জন্য তা মারাত্মক সমস্যা হবে। এদিকে বেলুনকাণ্ডে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চীন যুক্তরাষ্ট্রের ওপর নজরদারি করছেÑ এমন অজুহাতে গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। তবে সেটি গোয়েন্দা বেলুন ছিল না বলে খোদ যুক্তরাষ্ট্রই বলেছে।
এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে বিকারগ্রস্ত বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এমন ক্ষোভের কয়েক ঘণ্টা পর ব্লিংকেন-ওয়াং ই বৈঠক হয়।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩