জাতীয়

দুই বছর পর শহীদ মিনারে সশরীরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ২১ ফেব্রুয়ারি সশরীরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। করোনা মহামারির কারণে গত দুই বছর তাঁরা সশরীরে শহীদ মিনারে যেতে পারেননি।

গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় বিষয়টি জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা যেন নির্বিঘ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন, সে জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রস্থানের পর ৩০ মিনিট বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্সংলগ্ন এলাকা ব্যাপক নিরাপত্তার আওতায় থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকা ভিডিও সার্ভেইল্যান্সের আওতায় থাকবে। প্রবেশ ও বের হওয়ার স্থানসহ সংশ্লিষ্ট এলাকায় সিসিটিভি ও নাইট ভিশন ক্যামেরা থাকবে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, নিরাপত্তার জন্য পলাশী থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। পুলিশ কন্ট্রোলরুম থেকে পুরো এলাকা সিসিটিভি দিয়ে নজরদারি করা হবে।

তিনি আরো বলেন, ‘শহীদ মিনারে কেউ ব্যাগ কিংবা জিনিসপত্র নিয়ে আসবেন না। আমরা এগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেব না। প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনীতিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণ মানুষের জন্য জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হবে। সাধারণ জনগণ পলাশী দিয়ে প্রবেশ করবে এবং দোয়েল চত্বর হয়ে চলে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান জানান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদের ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেতা শ্রদ্ধা জানাবেন। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করবেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনুষদের ডিন ও হলের প্রাধ্যক্ষরা।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button