জাতীয় দলের ৬০ ভাগ ফুটবলার আনফিট
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন মনে করেন, বাংলাদেশের ৬০ শতাংশ ফুটবলার আনফিট। ক্লাবে তাদের অনেকে ভালো খেললেও আন্তর্জাতিক ফুটবলের জন্য ফিটনেসের ঘাটতি রয়েছে তাদের।
মার্চে সিলেটে সিশেলস, ব্রুনাই এবং বাংলাদেশ টাই নেশন্স কাপ ফুটবল খেলবে। ওই সিরিজের প্রস্তুতির জন্য সৌদি আরব যেতে পারেন হ্যাভিয়ের ক্যাবরেরার দল। এত সুযোগ সুবিধা দিয়েও ছেলেদের কাছ থেকে প্রত্যাশিত ফল না পাওয়ায় নাখোশ সালাউদ্দিন।
রোববার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আপনি যদি লিগ দেখেন, আমার চোখে জাতীয় দলের জন্য ৬০ ভাগ ফুটবলারই আনফিট। ওই ফিটনেসে ঢাকা লিগ খেলতে পারছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারছে না। ওদেরকে নিয়ে আমি ট্রেনিং করাতে পারছি না। এই জন্য আমি কিছুটা বাজেট চেয়েছিলাম সরকারের কাছে। আমাকে দিলে আমি ২৫টা প্লেয়ার কিনে নিতাম।’
সালাউদ্দিন মনে করেন, জাতীয় দলের কোচ লিগের পারফরম্যান্স বিবেচনা করে দলে ফুটবলার ডাকেন। কিন্তু তাদের লিগে খেলার ফিটনেস ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার ফিটনেসের মধ্যে পার্থক্য থেকে যায়, ‘একেক ক্লাব একেকভাবে খেলোয়াড় তৈরি করে। বসুন্ধরা কিংস, আবাহনী ভালো করছে। আবার অনেক ক্লাবের অনুশীলন মাঠই নেই। ক্লাবের অনুশীলন আন্তর্জাতিক মানের হলে জাতীয় দলে তার প্রভাব পড়বে।’
সূত্র: সমকাল
আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৩