‘ফারাজ’ প্রদর্শন বন্ধ চেয়ে রিট, আদেশ সোমবার
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ২০১৬ সালের ১ জুলাই চাঞ্চল্যকর গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশে প্রদর্শিত হবে কিনা- তা আগামীকাল (সোমবার) জানা যাবে।
সিনেমাটি বাংলাদেশে প্রদর্শন বন্ধে করা রিটের ওপর রোববার শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আগামীকাল (সোমবার) দিন রেখেছেন। এদিন সকাল সাড়ে ৯টায় খাস কামরায় সিনেমাটি দেখে আদালত আদেশ দেবেন।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন আবেদনের পক্ষে ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে আহসানুল করীম বলেন, ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাক পরিচ্ছেদ এমনভাবে দেখানো হয়েছে আমাদের সভ্য সমাজে যারা শিক্ষিত পরিবার তারা এসব পোশাক কখনো পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের র্যাব পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে সিনেমাটি আসা উচিত না, তাই রিট করা হয়েছে। আদালত এ সিনেমা সোমবার সাড়ে ৯টায় দেখবেন। তারপর আদালত মতামত দেবেন বলে জানান আইনজীবী আহসানুল করীম।
আবেদনে তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায় ফারাজ।
সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৩