বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান
মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকেই জীবনসঙ্গী করেননি ভাইজান। ‘একলা চলো রে’ নীতিতেই চলছেন এই সুপারস্টার। তবে বিয়ে না করলেও বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন সালমান। বিশেষ করে পরিবারের খুদে সদস্যদের সঙ্গে তার সখ্যতা নেটিজেনদের নজর কাড়ে। তার নিজের কখনও পরিবার গড়ার ইচ্ছা জাগেনি- এমন প্রশ্নের জবাবে ভাইজানের ভাষ্য, ‘আমি বাচ্চা ভালোবাসি। কিন্তু বাচ্চার সঙ্গে মা-ও তো আসবে। আমি মা-কে চাই না। শুধু বাচ্চা চাই।’
তবে কি দত্তক নিতে চান? এ প্রসঙ্গে সালমানের জবাব, ‘ভেবে দেখতে পারি। সেটা একটা উপায় বটে।’ বছর খানেক আগে এক সাক্ষাৎকারে এমনটা জানালেও বাস্তবে তেমন কিছুই ঘটেনি।
স্বপ্নের নারী কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার স্বপ্নের নারীর মধ্যে সব গুণ থাকতে হবে। সে যেমন সুন্দরী হবে, তেমনি বুদ্ধিমতীও হতে হবে। আসলে আমার মনে বিবাহিতা নারীরা মৃতের সমার্থক।’
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩