জাতীয়

কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি নেতা সরফত আলী সপু

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – কারাগারে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শারীরিকভাবে অসুস্থ হলে গতকাল শুক্রবার রাতে তাকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে (সিপিএইচ) নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আবারও রমনা থানায় আনা হয়েছে বলে জানান তার স্ত্রী।

মীর সরফত আলী সপুর সহধর্মিণী আনজুমান আরা বেগম বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে শুক্রবার ফের গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।

তিনি জানান, মীর সরফত আলী সপু জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তাকে ফের গ্রেপ্তার করা হয়।

এর আগে ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরস্থ বাসা থেকে সরাফত আলী সপুকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

সপুর স্ত্রী আরও বলেন, মীর সরফত আলী সপু উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে নিয়মিত বিভিন্ন ওষুধ সেবন করতে হয়। কিন্তু মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সপু। তিনি অবিলম্বে তার স্বামীর নি:শর্ত মুক্তি দাবি করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button