চলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী বিজয় কিচলু
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি – চলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলু। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান এই শিল্পী।
ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, এ দিন সন্ধ্যায় শ্বাসকষ্টের অনেক সমস্যা শুরু হলে, দ্রুত তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। শিল্পীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু শেষরক্ষা হয়নি।
১৯৩০ সালে উত্তরাখণ্ডের আলমোরায় জন্ম নেন পণ্ডিত বিজয় কিচলু। প্রথমে নাথুরাম শর্মার কাছে গানের তালিম নিয়ে পরে মইনুদ্দিন দাগর ও আলিমুদ্দিন দাগরের শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। এ ছাড়া আগ্রা ঘরানার সংগীতেরও প্রশিক্ষণ নিয়েছেন প্রবীণ এই শিল্পী।
জানা গেছে, আইটিসি মিউজিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় কিচলু। প্রায় ২৫ বছর সেই অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি।
সেই সঙ্গে সংগীত রিসার্চ অ্যাকাডেমিরও প্রতিষ্ঠাতা ছিলেন এই শিল্পী। বহু নতুন প্রতিভাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি। এমনকি তাদের প্রশিক্ষণেও সহায়তা করেছেন বিজয় কিচলু।
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩