জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি – দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জিতেছিলেন মেসিরা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্তিনেজ চলতি বছরের জুনে কলকাতায় আসতে চলেছেন।
জানা গিয়েছে, ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত বর্তমানে বার্সেলোনায় গিয়েছেন। সেখানেই তিনি এমিলিয়ানো মার্তিনেজের টিমের সঙ্গে দেখা করেন। এমির বিভিন্ন বিষয় দেখাশোনা করেন যিনি, তাঁর সঙ্গে দেখা করেছেন শতদ্রু দত্ত। তিনি জানান, এমিকে কলকাতায় আনার কথাবার্তা হয়েছে। অফ সিজনে, জুন মাসে সব কিছু ঠিকঠাক থাকলে মার্তিনেজকে দেখা যাবে কলকাতায়।
কাতার বিশ্বকাপের পর থেকে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে কম মাতামাতি হয়নি। ফাইনালে তো বটেই, কাতার বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে মার্তিনেজ টাইব্রেকারে দুরন্ত শেভ করেন। মেসির দলের এই গোলকিপার কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছিলেন। সেই পুরস্কার হাতে পাওয়ার পর মঞ্চেই অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
শুধু তাই নয়, বিশ্বকাপের পর থেকে তিনি অদ্ভূত কাণ্ডকারখানা করে একের পর এক বিতর্কে জড়িয়েছিলেন। কখনও ড্রেসিংরুমে ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের জন্য ১ মিনিট নীরবতা পালন করতে বলেন এমি। কখনও আবার হুডখোলা বাসে করে আর্জেন্টিনায় ঘোরার সময় এমবাপের মুখের আদলের পুতুল হাতে ধরে থাকতে দেখা গিয়েছিল। সবকিছুর মধ্যেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে তাঁর যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই। এ বার সেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপারকে স্বাগত জানানোর অপেক্ষায় কলকাতা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩