জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল তাথৈ
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ‘বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১’ এর যন্ত্র সংগীত ‘ক’ বিভাগে সারাদেশে প্রথম স্থান অধিকার করায় স্বর্ণপদক পেয়েছে নবীনগরের মেয়ে আদ্রা কান্তি তাথৈ।
তাথৈ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং ঘাটিবাড়ির মেয়ে। যেখানে জন্মগ্রহণ করেছেন সংগীত জগতের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন, আফতাব উদ্দিন খাঁ, মনমোহন দত্ত, আলী যাকের সারা যাকের মতো বহু সংগীত শিল্পীর।
জাতীয়ভাবে সেরা হওয়ায় গত ২৯ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদ্রা কান্তি তাথৈর হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ‘ফজিলাতুন নেসা ইন্দিরা’ এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আদ্রা কান্তি তাথৈ। ছোট নাম ‘তাথৈ’ তার গান শুনেছেন এমন যে কেউ তার অনুরাগী হতে বাদ্য। ছোটবেলা থেকেই বাবার অনুপ্ররণায় এগিয়ে যাওয়া। এবার ভোলাচং উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা তুহিন কান্তি দাশ কসবা উপজেলা শিক্ষা অফিসার ও মাতা সুস্মিতা দাশ ভোলাচং প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেধাবী এই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চায় অল্প সময়ে থানা, জেলাসহ সারাদেশেই এখন নাম কুড়িয়েছে।
আদ্রার মা-বাবা একমাত্র মেয়ের এই সাফল্য ধরে রাখতে সকলের কাছে আশির্বাদ চেয়েছেন। পাশাপাশি তার চাচা স্থানীয় উপজেলা মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস ও গর্বিত। স্থানীয়ভাবেও তাকে বিভিন্ন মহলে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘তাথৈ আমার ভাতিজি। নতুন প্রজন্মের কাছে গানের ভুবনে বিচরণ; সে চমক দেখাবেন বলেই আমার বিশ্বাস। নবীনগরের সংস্কৃতির, ঐতিহ্য ধরে রাখবে সে।’
তাথৈ জানায়, ‘সরকারের ও সকলের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে অনেক দূর এগোতে পারবো। আপনারা আমার জন্য আর্শীবাদ করবেন। যেন জন্মভূমি ব্রাহ্মণবাড়ীয়াকে সুনামের সঙ্গে পরিচিত করতে পারি।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩