জাতীয়

প্রকল্প অনুমোদনে ক্ষমতা বাড়ল পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রীর

ঢাকা, ১৮ ফেব্রুয়ারী – প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ক্ষমতা বাড়লো পরিকল্পনামন্ত্রীর। একই সাথে ক্ষমতা বেড়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রীরও। এখন থেকে সংশোধিত প্রকল্পের খরচ ৫০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হলে তারা অনুমোদন করতে পারবেন। এ ধরনের প্রকল্প সংশোধনের জন্য আর প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে না। একনেক সভায় সংশোধিত প্রকল্প উপস্থাপন করতে হবে না।

গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রকল্প অনুমোদনের ক্ষমতা বৃদ্ধির এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো প্রকল্পের খরচ ২৫ শতাংশের বেশি হ্রাস-বৃদ্ধি হলেও প্রস্তাবিত সংশোধিত প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় যদি ৭৫ কোটি টাকার কম হয়, তাহলেও পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী তা অনুমোদন করতে পারবেন।

পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো প্রকল্পের প্রথম বা দ্বিতীয় সংশোধনীর সময় যদি খরচ কমে যায়, সেই খরচ কমার পরিমাণ যা-ই হোক না কেন, তা অনুমোদন করতে পারবেন পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) সভায় অনুমোদনের জন্য যেতে হবে না।

উল্লেখ, ২০২২ সালের জুনে প্রকাশিত সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধনী নির্দেশিকা সংশোধন করে বিনিয়োগ প্রকল্পে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা সংশোধন করা হলো।

সূত্র: সিলেটভিউ২৪
আইএ/ ১৮ ফেব্রুয়ারী ২০২৩

Back to top button