জাতীয়

প্রধানমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া টুইটার অ্যাকাউন্টটি ভুয়া

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অ্যাকাউন্ট নেই।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে, একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়।’

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করেছেন ইমরুল কায়েস।

সূত্র: সমকাল
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button