জাতীয়

সার্কের নতুন মহাসচিব হবে বাংলাদেশ থেকে

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এরপর আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা থাকলেও দেশটিতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে তার আর হচ্ছে না।

সে কারণে বাংলাদেশ থেকে সার্কের পরবর্তী মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো। তাই, তিন বছরের জন্য বাংলাদেশ থেকেই হবে সার্কের নতুন মহাসচিব।

জানা গেছে, তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলে পর এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু দেশটিকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। তাই, মহাসচিব নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। নেপাল সবাইকে বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং অন্যান্য দেশগুলো বিষয়টি মেনে নেয়।

সাধারণত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সাবেক কূটনীতিককে মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশের আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব ছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button