ঢালিউড

হঠাৎ বধূবেশে হাজির অপু বিশ্বাস

ঢাকা, ০১ ডিসেম্বর -সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বউ সেজে চমকে দিয়েছেন ভক্তদের। তবে বাস্তব জীবনের জন্য কিংবা নাটক-সিনেমায় নয়। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০, সিজন ফোর। এই আয়োজনে যুক্ত হয়ে বউ সাজেন তিনি। সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের ফয়েস লেকে এমবি অ্যাসোসিয়েটসের আয়োজনে মাসুদ খানের মেকওভারে চতুর্থ সিজনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন অপু বিশ্বাস।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই পরে ২০জন ব্রাইড এবং ২০ জন মেক আপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : শ্রাবন্তীর তৃতীয় সংসারেও ভাঙন, মিললো চাঞ্চল্যকর তথ্য

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এমবি অ্যাসোসিয়েটস কে সাধুবাদ জানাই যে তারা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, ব্রাইডাল সাজকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এমন আয়োজনের অংশ হতে পেরে ভীষণ গর্ববোধ করছি।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ০১ ডিসেম্বর

Back to top button