ইউরোপ

ইউক্রেনে অর্ধেক ট্যাংক হারিয়েছে রাশিয়া

মস্কো, ১৭ ফেব্রুয়ারি – ইউক্রেনে আগ্রাসনের আগের সময়ের তুলনায় বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাঙ্কের সংখ্যা ৫০ শতাংশ কম। অপরদিকে পশ্চিমা মিত্রদের অব্যাহত সরবরাহ এবং রুশ ট্যাঙ্ক জব্দ করার কারণে ইউক্রেনের ট্যাঙ্কের সংখ্যা বেড়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়।

প্রতিষ্ঠানটির প্রধান জন চিপম্যান বলেন, যুদ্ধে রাশিয়ার ‘রাজনৈতিক ও সামরিক পরাজয় হয়েছে।’ তিনি বলেন, গত বছরটিতে রাশিয়ার পদক্ষেপ কেবল তাদের সামরিক বাহিনীর দক্ষতা ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের নেতৃত্বের সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, এটি তাদের সমন্বয় ক্ষমতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। যুদ্ধের শুরু থেকে স্যাটেলাইট ও ড্রোন থেকে তোলা ছবি ও তথ্যের ভিত্তিতে আইআইএসএস এ প্রতিবেদন তৈরি করে।

এতে বলা হয়, যুদ্ধে রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা কমে ২ হাজার ৯২৭ থেকে ১ হাজার ৮০০ হয়েছে। সব মিলিয়ে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা এখন প্রায় অর্ধেক।

এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার নতুন আক্রমণের ঘাঁটি হিসেবে তার দেশের ভূখণ্ড ব্যবহার করতে দিতে তিনি প্রস্তুত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে, তখন তারা বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল। লুকাশেঙ্কো বিবিসিকে বলেন, তিনি আবারও একই আদেশ দিতে যাচ্ছেন। তবে তিনি বলেন, যুদ্ধে বেলারুশের সেনারা সরাসরি অংশ নেবে না, বাইরে থেকে কোনো হামলা হলে তারা নিজ ভূখণ্ডকে রক্ষা করবে।

রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশে ক্ষমতায় আছেন। সূত্র জানায়, এরই মধ্যে বেলারুশে কয়েক হাজার রুশ সেনা রয়েছে। সেখানে দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়া হয়েছে।
আলজাজিরা জানায়, ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ সুইডেন ও ফিনল্যান্ডকে জোটের অংশীভূত করার বিষয়টি বিবেচনা করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। আঙ্কারা সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসগলুর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

স্টোলটেনবার্গ বলেন, তিনি বিশ্বাস করেন সুইডেন ও ফিনল্যান্ডের বিষয়টি বিবেচনার এটাই উপযুক্ত সময়। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে চেষ্টা চালালেও তুরস্কের বাধায় সদস্য পদ পাচ্ছে না দেশ দুটি।

সূত্র: সমকাল
এম ইউ/১৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button