জাতীয়

পদোন্নতি পেয়ে সচিব হলেন আরও ২ জন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। আজ বৃহস্পতিবার তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন সচিব হওয়া দুজন হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফয়জুল ইসলাম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার। এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দুটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মো. ফয়জুল ইসলামকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং সুকেশ কুমার সরকারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফয়জুল ইসলামের নিয়োগ আদেশ আগামী ২২ ফেব্রুয়ারি এবং সুকেশ কুমারের নিয়োগ আদেশ ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button