চারদিন পর স্বেচ্ছায় ফিরলেন মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – নিখোঁজ হওয়ার চারদিন পর মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির স্বেচ্ছায় ফিরে এসেছেন। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে তার এক বন্ধুর বাসায় তিনি ফিরে আসেন। পরে খবর পেয়ে শাহরিয়ারের মা রাশিদা আক্তার সাহান ওই বাসা থেকে সন্তানকে আজিমপুরের বাসায় নিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ বলেন, জিডির পর প্রকৌশলী শাহরিয়ারকে উদ্ধারে থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। খোঁজ পেয়ে ময়মনসিংসহ দেশের সীমান্ত এলাকাতেও পুলিশ উদ্ধার চেষ্টা চালায়। এরপর হঠাৎ বৃহস্পতিবার মোহাম্মদপুরে তার এক বন্ধুর বাসায় ফিরে আসেন শাহরিয়ার।
প্রকৌশলী শাহরিয়ার কেন আত্মগোপনে ছিলেন এবং তিনি কোথায় কোথায় ছিলেন- এসব বিষয় জানতে আগামীকাল শুক্রবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
শাহরিয়ারের মা রাশিদা আক্তার সাহান বলেন, শাহরিয়ার নিজেই অফিস থেকে বের হয়েছিল। পত্রিকার খবর দেখে আমার কথা চিন্তা করে সে ফিরে এসেছে। ছেলেকে ফিরে পেয়ে আমি খুশি। ও সুস্থ আছে, ভালো আছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হন শাহরিয়ার। পরে তার মা ও মেট্রোরেলের উত্তরা ডিপো কর্তৃপক্ষ তুরাগ থানায় দুটি জিডি করে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩